অমল দাশ
অমল দাশ, ডি.সি.ই, বি.কম (অনার্স, অ্যাকাউন্ট্যান্সি), জুনিয়র ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে কর্মরত।
১৯৭৭ সালের ১ ফেব্রæয়ারি, রাজনগর কোচবিহার জেলার টাকাগাছ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা নরেন্দ্র চন্দ্র দাশ, মাতা ল²ী রানী দেবীর ষষ্ঠ সন্তান। স্কুল জীবন থেকেই লেখালেখি করছেন। ছাত্রাবস্থায় বাংলা থিয়েটারের সাথে যুক্ত হন। একসময় মনোজ মিত্র, কৌশিক চট্টপধ্যায়ের তত্বাবধানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে বাংলা নাটকে প্রশিক্ষণ নিয়েছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘দৌবারিক’, ‘ক্রন্দন’, গল্পগ্রন্থ ‘তরঙ্গ’। এবারে প্রকাশিত হলো ‘পিঠপোড়া গন্ধ’।
তিনি পশ্চিমবঙ্গের পাতাবাহার প্রকাশনীর প্রকাশক ও পাতাবাহার সাহিত্য পত্রিকার সম্পাদক।