অশ্রুর রং – আইডিয়া প্রকাশন

অশ্রুর রং

0 Comments

সপ্তদ্বীপা অধিকারী

সমকালীন বেশিরভাগ গল্পের বই যেন ধারাবাহিক ঘটনার বর্ণনা, চিরায়ত নায়ক-নায়িকার প্রেম-বিচ্ছেদ বা কোনো প্রতিবাদী চরিত্র ইত্যাদি ইত্যাদি। যা পড়লে মনে হয় এসব গল্পকথা আগেও অনেক গল্পে পড়েছি। শুধু তাই নয়, পড়ার ক্ষেত্রে মনযোগ ধরে রাখাও কঠিন।
সপ্তদ্বীপা অধিকারী সেই চরিত্র, সেই মানুষকে দিয়েই নতুন ধারার গল্পকথা নির্মাণ করছেন। যা পাঠক, পাঠের আনন্দ উপভোগ করতে করতেই চলে যাবে অন্তরালের ভিন্ন এক জগতে।
তাঁর গল্প মানুষকে ছোঁয়, গল্পে বোধের ভিতর দিয়ে ছোটো-বড়ো হয় মানুষের বিবেক, জামার নীল রঙের ছোঁয়ায় জেগেও ওঠে। পাঠক অশ্রæর রং খুঁজতে খুঁজতে আবিষ্কার করবেন নিজের ভেতরে দমিয়ে রাখা, ক্লান্ত পরিশ্রান্ত অন্য এক নিজেকে। অন্যদিকে নারীর পথ চলার, হেসে খেলে বেঁচে থাকার আকাক্সক্ষা বা ঘুনির মাছের আর্তনাদের মধ্য দিয়ে এক ঘুমন্ত আর্তনাদ উপলব্ধি করবে পাঠক। ইলিশ মাছের ভাগাভাগির মধ্য দিয়ে পাঠক দেখতে পাবে কাঁটাতারের রাজনীতি এবং শ্রেণি বৈষম্যমূলক সমাজচিত্র।
সপ্তদ্বীপা অধিকারীর তেরোটি গল্প নিয়ে ‘অশ্রæর রং’ বইটি প্রকাশ হলো।

সাকিল মাসুদ
প্রকাশক

সপ্তদ্বীপা অধিকারী

লেখক পরিচিতি:

সপ্তদ্বীপা অধিকারী লেখালেখির শুরু করেছেন ছোটোবেলা থেকে। মাত্র আট বছর বয়সে লাইন টানা খাতা ভর্তি করে ‘একশত বার করব’ শিরোনামে উপন্যাস লেখেন! তিনি স্বভাবে অন্তর্মুখী হলেও মিশুক।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং তাঁর ছোটোগল্প নিয়ে গবেষণা করেছেন।
বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের একটি ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন।
তাঁর বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁ লাইনের গুমা স্টেশন থেকে আড়াই মাইল ভিতরে ‘মানিকতলা’ গ্রামে।
১৯৯৭ সাল থেকে ‘কথাকাব্য’ এবং শিশু-কিশোরদের জন্য ‘রাজকন্যা’ নামে দুটো পত্রিকা সম্পাদনা করেন।
তাঁর প্রথম গল্পের বই ‘মৃত্যুর মুখ’ (ত্রিপুরা সরকার কর্তৃক ‘অদ্বৈত মল্লবর্মন’ পুরস্কারে ভূষিত।)
অন্যান্য গল্পের বই: ১. মৃত্যুর মুখ, গ্রন্থবিকাশ, কলকাতা; ২. খেজুরগাছের ঘাট এবং পঞ্চীর ইন্দ্রিয়সকল, কবিতীর্থ, কলকাতা; ৩. হাঁসের মাংস, দেয়াং পাব্লিশার্স, চট্টগ্রাম, বাংলাদেশ; ৪. নির্বাচিত শ্রেষ্ঠ দশ, কানন প্রকাশনী, কলকাতা; ৫. রক্তের গন্ধ এবং দূষিত সম্বন্ধ, কলেজস্ট্রিট পত্রিকা, কলেজস্ট্রিট; ৬. স্বল্প কথায় গল্প, ইস্ক্রা পাবিøকেশন, কলকাতা। কিশোর গল্প: ১. জায়ান্ট কিলার, ইচ্ছে ফড়িং পাবিøকেশন, বহরমপুর; ২. রাজপুত্র ও রোদের গল্প, দেব সাহিত্য কুটির, কলকতা; ৩. ফুলের নাম পুটুশ, দেব সাহিত্য কুটীর, কলকাতা। কিশোর উপন্যাস: ১. খেঁদির কথা, ইচ্ছে ফড়িং, বহরমপুর। কবিতাবই: ১. প্রায়শ্চিত্ত পর্ব; ২. ফিনিক্স পোড়ানো ভাত, ৯নং সাহিত্য পাড়া লেন, মেদিনীপুর।
তিনি বিভিন্ন সংস্থা থেকে বহু সম্মাননা পেয়েছেন গল্প এবং কবিতার জন্য।

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *