বায়োপিক – আইডিয়া প্রকাশন

বায়োপিক

0 Comments

সুবীর সরকার

খণ্ড মেঘের নিচে বাদ্য-বাজনা মানুষজন, হাটগঞ্জ, লোকগানের মায়ায় মায়ায় এই যে বাঁচা আর যাপন, সেই যাপনকে জুড়ে জুড়ে নিজের আত্মজীবন, এই বইটি।

কবি পরিচিতি
সুবীর সরকার. জন্ম ১৯৭০, ৩ জানুয়ারি. নয়ের দশকে লিখতে আসা এ কবি উত্তরের লোকজীবনের সাথে জড়িয়ে আছেন তীব্রভাবে। ত্রিশ বছরের বেশি সময় ধরে কবিতা গদ্যসহ বিভিন্ন ধারায় অনায়াস যাতায়াত করেছেন। বাংলা ভাষার প্রায় সব কাগজে নিয়মিত লেখালিখি করেছেন, করছেন।

১৯৯৬ সালে তাঁর প্রথম কবিতাবই প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ কবিতা ও গদ্যের বইগুলোÑ ধানবাড়ি গানবাড়ি, মাহুত বন্ধু রে, নির্বাচিত কবিতা, বিবাহ বাজনা, নাচঘর, উত্তরজনপদবৃত্তান্ত, মাতব্বর বৃত্তান্ত, ভাঙা সেতুর গান।

পেশায় শিক্ষক এ কবি ভালোবাসেন রবিশস্যের খামার বাড়ি, সাদা ঘোড়া আর যৌথ যাপনে চাঁদের আলোয় কবিতা আড্ডা, লোকগানের আমেজ।

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *