সমকালীন উপন্যাস
ড. বেগম জাহান আরা
স্বদেশ ছেড়ে অচেনা-অজানা জায়গায় পাড়ি জমায় কত মানুষ। অভিবাসী হলে কত যে স্বপ্ন পায়ের তলায় পিষ্ট হয়, তারপর পুড়ে ছাই হয়ে যায় নিঃসঙ্গতার অঙ্গিকুণ্ডে। তা প্রবাসীমাত্রই জানেন। প্রবাস জীবনের প্রথম আঘাত প্রিয় মাটি ও প্রিয় মানুষ ছেড়ে দূরে যাওয়ার কষ্ট। বিদেশে প্রতিটা সমস্যা যেন পাহাড় সমান হয়ে দাঁড়ায়।
অন্যদিকে সন্তান বিদেশে গেলে বাবা-মায়ের প্রাণ সাথে করে নিয়ে যায়। সেই প্রাণকে ফিরে পেতে শেষ বয়সী বাবা-মায়ের যে করুণ আঁকুতি, তা বলে বোঝানো যায় না।
নিরা প্রাণোচ্ছ্বল তরুণী। স্বপ্ন দেখতে, গান গাইতে, গিটার বাজাতে ভালোবাসে। তার একটি স্বপ্নের নাম বিদেশ। একদিন সুযোগ আসে। সখের গিটার ফেলে, পরিবার ছেড়ে চলেও যায় নিরা। স্বপ্ন হলেও তার সে যাওয়া ছিল কিছুটা অনিচ্ছায়। বিদেশের নিঃসঙ্গতা তাকে কুরে কুরে খেতে থাকে। বিদেশের মাইনাস ৩০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হয় তাকে। টিকে থাকতে হয় বিদেশি সভ্যতার সাথে পাল্লা দিয়ে…
নিরা বুঝতে পারে বিদেশ মানেই সোনার হরিণ নয়। বিদেশ মানেই স্বপ্ন পুরণ নয়। ‘আমৃত্যু দুঃখের তপস্যাই’ এই জীবন। প্রবাস জীবনের বাস্তবতা নিয়েই ড. বেগম জাহান আরার উপন্যাসের কাহিনি। স্রোতের মতো তরতরে ভাষার চুম্বক আকর্ষণ পাঠককে অক্লেশে ভাসিয়ে নিয়ে যায় শেষ পর্যন্ত…
-প্রকাশক