৬৪ জেলার আঞ্চলিক ভাষাকে প্রমিত ভাষার পাশাপাশি দেখার সুযোগ করে দেয়ার জন্যই ‘আঞ্চলিক ভাষার কবিতা’ সকলন।
কাজটি একদিকে যেমন ভিন্নমাত্রিক অন্যদিকে দুরূহ। কবিতা সংগ্রহকালে প্রখ্যাত কবিদের মধ্য থেকে অনেকেই অপারগতা জানিয়েছেন। এখানে সর্বশেষ ৩৮টি অঞ্চলের ভাষা সংযুক্ত করা সম্ভব হয়েছে। বইটি কবিতা পাঠক ছাড়াও ভাষা গবেষকদের জন্য প্রয়োজনীয়।
গ্রন্থের কবিতাক্রমে কোনো নিয়ম মানা হয়নি। কিছু অঞ্চলের ভাষা জটিলতায় বানানে ভুল-ত্রুটি থাকতে পারে। সম্মানিত পাঠকের নজরে এলে সংশোধন করার মতামত প্রতাশা করছি।