আইডিয়া প্রকাশনে স্বাগতম!
ড্রপডাউন মেনু

ভাস্কর অনীক রেজার গল্পগ্রন্থ ‘নির্জন_হাত’ পাঠপরবর্তী ভাবনা।

মারুফ হোসেন মাহবুব একজন লেখকের প্রথম সফলতা হলো পাঠকের কাছ থেকে সময় আদায় করে নেয়া। নিজের লেখার জালে পাঠককে আটকে ফেলা। লেখা পড়া শুরু করলে লেখার সাথে পাঠক এমনভাবে সম্পৃক্ত হবেন যেমন করে পিঁপড়া গুড় পেলে মত্ত হয়ে যায় গুড় সাবাড়ে, যেমন করে পাকা পেঁপে পেলে হলুদ পাখিটি সাবাড় করে নিবিষ্ট মনে সারাটা নির্জন অপরাহ্ন। […]